অসহায় ও দরিদ্র মানুষের পাশে সিফডিয়ার গৃহসংস্কার অনুদান প্রদান

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৪

অসহায় ও দরিদ্র মানুষের পাশে সিফডিয়ার গৃহসংস্কার অনুদান প্রদান

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: মানুষ যখন বিপদে পড়ে তখন অন্য মানুষের কর্তব্য বিপদগ্রস্ত মানুষটির পাশে দাঁড়ানো। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাধ্যমতো তাকে সাহায্য সহযোগিতা দিয়ে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসা।

 

 

গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়ার সিফডিয়া’র উদ্যোগে আজ রোববার দক্ষিণ সুনামগঞ্জের পাথারীয়া বাজার ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে একটি পরিবারকে ঘর সংস্কারের জন্য নগদ ৬০ হাজার টাকা প্রদানকালে বক্তারা একথা বলেন।

 

 

সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেব সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, বিশেষ অতিথি হিসেবে সিফডিয়ার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী জুলকার নায়েন বক্তব্য রাখেন।

 

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শুয়াইব, ক্বারি আব্দুল হক, সিফডিয়ার সদস্য শেখ আব্দুস শহিদ প্রমুখ।

 

 

0Shares