শিক্ষার আলো ছড়িয়ে দিতে মৌলানা মঈন উদ্দিন নিজেকে নিবেদিত রেখেছিলেন

প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৪

শিক্ষার আলো ছড়িয়ে দিতে মৌলানা মঈন উদ্দিন নিজেকে নিবেদিত রেখেছিলেন

ডায়ালসিলেট ডেস্ক :: ‘শিক্ষার আলো ছড়িয়ে দিতে মৌলানা মঈন উদ্দিন নিজেকে আজীবন নিবেদিত রেখেছিলেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ-সাহিত্যসেবী ও মানবপ্রেমিক।

 

বিশেষ করে দানের ক্ষেত্রে নিজের সামর্থ্যের সর্বোচ্চ তিনি ব্যবহার করেছেন। শিক্ষা, সমাজসেবা ও অধ্যয়নের ক্ষেত্রে তিনি ছিলেন একজন অনন্য ব্যক্তিত্ব।’

 

বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য-সমাজসেবী মৌলানা মঈন উদ্দিন আহমদ স্মরণসভা ও দোয়া মাহফিলে মূখ্য আলোচকের বক্তব্যে প্রখ্যাত কবি শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ এ কথা বলেন।

 

 

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গত সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৮৯তম সাহিত্য আসরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক-সাংবাদিক সেলিম আউয়াল।

 

 

 

সভায় মুল প্রবন্ধ পাঠ করেন সাহিত্য সমালোচক মো. আব্দুল বাছিত এবং পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুমের কন্যা বিশিষ্ট লেখক-সংগঠক কবি ইছমত হানিফা চৌধুরী।

 

 

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ও দোয়া পরিচালনা করেন হযরত খাদিজা মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফিজ আবদুল কুদ্দুস।

 

 

সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি-বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, মরহুমের পরিবারের পক্ষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. আলি আশরাফ এবং আলোচনায় অংশ নেন কেমুসাস’র সাধারণ সম্পাদক কবি সৈয়দ মবনু, পূবালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার ফরিদ উদ্দিন, কেমুসাস’র সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, লেখক-চিকিৎসক প্রফেসর ডা. আবদুল মজিদ মিয়া, শাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, কবি অধ্যাপক বাছিত ইবনে হাবীব, সিকৃবি’র এডিশনাল রেজিস্ট্রার ফাতেহা শিরিন সোমা, প্রবীণ লেখক মুক্তার আহমদ, সাইক্লোনের সাধারণ সম্পাদক প্রভাষক ইশরাক জাহান জেলী, সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, ব্যাংকার-গবেষক মোশতাক চৌধুরী, শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, কবি শান্তা কামালী, প্রভাষক মুমিনুর রহমান, লেখক জুই ইসলাম, জয়ীতা সম্মাননায় ভূষিত আসমাউল হুসনা, কবি শিপারা শিপা, সাহিত্য সংগঠক রিপন মিয়া, কবি কামাল আহমদ, কবি আমিনা শহিদ চৌধুরী মান্না, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।

 

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, আলিম ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান আলিমুস সাদাত চৌধুরী, এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, সাহিত্য সংগঠক সাব্বির আহমদ, ব্যবসায়ী সাদ জাবেদ, মঞ্জুর আহমেদ, রাজু আহমদ, মাজেদুল আলম ।

 

উল্লেখ্য অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন ধর্মীয়-সামাজিক-সাহিত্য সংগঠনের সংগঠক, মৌলানা আলহাজ মঈন উদ্দিন আহমদ বিগত ৪ জুলাই ২০২৪ ইন্তেকাল করেন।

 

 

0Shares