প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে রাজি পাপন, কে হচ্ছেন নতুন বিসিবি সভাপতি

প্রকাশিত: ৫:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৪

প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে রাজি পাপন, কে হচ্ছেন নতুন বিসিবি সভাপতি

ডায়ালসিলেট ডেস্ক ::  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পাপনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

 

 

জানা যায় তিনি সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন। শুধু পাপন নন, বিসিবির আরেক প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিকসহ ১৩জন পরিচালক কাউকে পাওয়া যাচ্ছে না।

 

 

 

সভাপতি না থাকায় বিসিবির কার্যক্রম স্থবির রয়েছে। মাত্র দেড় মাস হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বত্ত্বও হারানোর শঙ্কা রয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে বিসিবির বাকি পরিচালকরা বোর্ডের অবস্থান অবহিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার কাছে।

 

 

 

তবে সরকার চাইলেও পাপনকে সরাতে পারবেন না। সেক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ।

 

 

এ কারণে পাপনের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছিল। এখন যেহেতু তিনি পদত্যাগ করতে রাজি হয়েছেন সেক্ষেত্রে ক্রীড়া মন্ত্রনালয়ের পরামর্শক্রমে বোর্ডের কার্যক্রম চালিয়ে যাওয়া পরিচালকদের মধ্যে থেকে সহ-সভাপতি নির্বাচিত হবেন দুজন। তাদের মধ্যে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন ১জন।

 

 

সেগুলো নিয়ে পরিচালকদের মধ্যে শুনা যাচ্ছে গুঞ্জন। কে হচ্ছেন বিসিবি সভাপতি।

 

 

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ