বিস্ফোরক মন্তব্য সোহিনীর

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

বিস্ফোরক মন্তব্য সোহিনীর

বিনোদন ডেস্ক :কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণের বিচারের দাবিতে অনেক আগেই রাস্তায় নেমেছিলেন টলিউডের প্রতিবাদী অভিনেত্রী সোহিনী সরকার। সে সময় মিছিলে পা মিলিয়ে গর্জে উঠেছিলেন তিনি। তবে এবার কোনো প্রতিবাদী মিছিল নয়, কলকাতা মেডিকেল কলেজে গণ কনভেনশনে সোহিনীর কণ্ঠে প্রতিবাদ যেন আরও তীব্রতর হয়ে উঠছে। মঞ্চ থেকে সোহিনী বলেন, এদেশে থেকে মা হতে চাই না! সোমবার কলকাতা মেডিকেল কলেজে সোহিনী গণ কনভেনশনে উপস্থিত হয়ে বলেন, রাজনৈতিক মঞ্চে যারা জ্বালাময়ী ভাষণ দেন, আমি তাদের মতো কেউ নই। আমি একেবারেই সাধারণ মানুষ। এমন একজন মানুষ, যে পুলিশ দেখলে ভয় পাই। এখনো সিগন্যালে পুলিশ দাঁড়িয়ে থাকলে মনে হয় আমার গাড়ির দিকেই হেঁটে আসছে, হয়তো আমি কিছু একটা ভুল করেছি। আমি সেরকম একজন মানুষ। কিছু বললেই, আমার নামের পাশে রাজনৈতিক ট্যাগ লাগানো হচ্ছে। প্রতিবাদ করলেও ট্রোল হচ্ছি।

0Shares