প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক

ডায়ালসিলেট ডেস্ক :আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সব জায়গাতেই পরিবর্তন আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন এসেছে। নাজমুল হোসেন পাপন পদত্যাগ করায় তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। প্রথম সংবাদ সম্মেলনেই জাতীয় দলের কোচ হিসেবে চান্ডিকা হাথুরুসিংহেকে ছাটাই করার ইঙ্গিত দেন তিনি। এবার তার জবাবে বোর্ডের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলেন হাথুরু।

সভাপতি হওয়ার আগে থেকেই হাথুরুর সমালোচনায় মত্ত ছিলেন ফারুক। ২০১৬ সালে হাথুরুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েই প্রধান নির্বাচকের পদ ছাড়েন তিনি। বিসিবি সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে হাথুরুর ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে। সেখানে ফারুক বলেন, এই লঙ্কান কোচের ব্যাপারে আগের অবস্থানেই অনড় আছেন তিনি। তবে বোর্ডের বাকিদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার আগে হাথুরুর বিকল্প ঠিক করতে চান বলেও জানিয়েছিলেন ফারুক।

গত কয়েকদিনে ক্রিকেটপাড়ায় গুঞ্জন আছে হাথুরুকে ছাঁটাই করার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে।

 

0Shares