প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪
স্পোর্টস ডেস্ক :ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্টে দেখা মেলে না আফগানিস্তান অলরাউন্ডার রশিদ খানের। আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানরা। এই সিরিজে রশিদ ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সেটা তো হচ্ছেই না বরং ফিজিওর পরামর্শে চলতি বছর তার লাল বলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শুক্রবার আরও অন্তত তিন মাস রশিদকে টেস্টে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ফলে ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্টে রশিদের খেলা নিয়েও সংশয় আছে।
ভারতের গ্রেটার নয়ডায় আগামী ৯ থেকে ১৩ই সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। এই টেস্ট সামনে রেখে কাল ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে এসিবি। যেখানে নেই রশিদ খানের নাম। বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান গতকাল ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘রশিদ খানের পিঠে অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাকে এক বছর বড় দৈর্ঘ্যর ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে।’
সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, আফগানিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি প্রতিযোগিতা স্পাগিজা ক্রিকেট লীগ খেলার সময় আবার চোটে পড়েছেন রশিদ।প্রসঙ্গে খান বলেছেন, ‘স্পাগিজা টুর্নামেন্টে রশিদ কোনো ধরনের চোটে পড়েনি এবং চোটমুক্ত থেকেই সে ম্যাচগুলো খেলেছে। স্বাস্থ্যগত দিক থেকে সে ভালো অবস্থায় আছে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন (ওয়ানডে) সিরিজে তাকে পাওয়া যাবে।’
গত বছর রশিদের পিঠে অস্ত্রোপচার করানো হয়। পুনর্বাসন প্রক্রিয়া শেষে সেরে ওঠার পর টি–টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পারলেও টেস্ট বা বড় দৈর্ঘ্যর ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি। তাই ফিজিওর পরামর্শে রশিদকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিয়েছে এসিবি।
২০১৮ সালে টেস্ট অভিষেক হয় আফগানিস্তানের। এখন পর্যন্ত দলটি এই সংস্করণে ৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে রাশিদ খেলেছেন প্রথম ৫টি। ২৫ বছর বয়সী তারকা সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এর পর থেকে আফগানিস্তান ৪ টেস্ট খেলে তিনটিতেই হেরেছে। প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে চলা আফগানদের আবারও রশিদকে ছাড়া মাঠে নামতে হচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech