ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা আটক

ডায়ালসিলেট ডেস্ক:বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।মঙ্গলবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানায় নাঈমুল হাসান রাসেলকে হস্তান্তর করে র‌্যাব-২ এর একটি টিম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান।ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগস্ট মাসে মোহাম্মদপুর এলাকায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। সেসব ঘটনার সঙ্গে জড়িত হওয়ায় তাকে আসামি করা হয়েছে। মঙ্গলবার অভিযান চালিয়ে বেনাপোল থেকে তাকে আটক করে র‌্যাব-২।  রাত ৯টার দিকে আমাদের কাছে তাকে হস্তান্তর করে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ