সাকিবের অবসরে কী বলছে বিশ্ব গণমাধ্যম

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

সাকিবের অবসরে কী বলছে বিশ্ব গণমাধ্যম

স্পোর্টস ডেস্ক:শুক্রবার বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাকিবের অবসরের খবর গুরুত্ব দিয়ে ছেপেছে। এরমধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ছেপেছে ভারতীয় সংবাদমাধ্যম। এছাড়া আল জাজিরাও খবর দিয়েছে সাকিবের অবসরের।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খেলার পাতায় সাকিবের টি-টোয়েন্টি থেকে অবসরের বিষয়টিকে শিরোনাম করে বিস্তারিত লিখেছে। সেখানে আছে সাকিবের সংবাদ সম্মেলনের খুঁটিনাটিও। খেলা হচ্ছে যে কানপুরে, সেখানকার স্থানীয় পত্রিকা দৈনিক জাগরণ লিখেছে, ‘বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় সাকিবের ঘরে ফিরতে ভয়।’ সাকিবের অবসরের ঘোষণার সঙ্গে তার দেশে ফেরার শঙ্কার কথা নিয়ে খবরটি প্রকাশ করেছে দৈনিক জাগরণ।
দেশে ফিরে আগামী অক্টোবরের দক্ষিণ আফ্রিকা সিরিজ না খেলতে পারলে কানপুর টেস্টই হতে পারে সাকিবের শেষ, এ বিষয়ে শিরোনাম করে খবর প্রকাশ করেছে আরেক ভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় আরেক ইংরেজি দৈনিক দ্য ইকোনমিকস শিরোনাম করেছে ‘অবসরের ঘোষণা দিয়ে বোমা ফাটিয়েছেন সাকিব।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, ২০২৫ সালের মার্চে অবসর নিচ্ছেন সাকিব। খবরে সাকিবের নামে হত্যা মামলার কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

0Shares