ক্ষোভ ঝাড়লেন ফারিয়া

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

ক্ষোভ ঝাড়লেন ফারিয়া

বিনোদন ডেস্ক:দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কাজের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। পেশাগত ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করে থাকেন। এদিকে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নানাভাবে ট্রোলের শিকার হচ্ছেন এ নায়িকা। মূলত ‘মুজিব’ সিনেমায় অভিনয় করেছিলেন ফারিয়া। পাশাপাশি সে সময় শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছিলেন। সেই প্রশংসার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যার দরুন নেটদুনিয়ায় আক্রমণের শিকার হচ্ছেন তিনি। আর এবার মানুষের বোধশক্তির অবক্ষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ফারিয়া। নিজের ফেসবুক ওয়ালে ফারিয়া লিখেন, মানুষ হিসেবে আমাদের বোধশক্তির অবক্ষয় এতটাই প্রখর, আমার ভয় হয়। দিন দিন ভালো-মন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত যা দেখছেন তা কতোটুকু সত্যি আর মিথ্যা এটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না। তিনি আরও যোগ করেন, মস্তিষ্কটাকে সিন্দুকে বন্ধ করে শুধু চোখ দিয়ে উপভোগ না করে, মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা। খুব কঠিন হবে না আশাকরি। এদিকে সম্প্রতি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে নাম জড়িয়ে কটাক্ষ করা হচ্ছে তাকে। ধারণা করা হচ্ছে সেসবে বিরক্ত প্রকাশ করেই এমন পোস্ট করেছেন ফারিয়া।

0Shares