প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক:সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুর্ঘটনায় তারা প্রাণ হারান।
দুপুরে বজ্রপাতে বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামে একজনের মৃত্যু হয়। তিনি মুক্তিখলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমদাদুল ইসলাম (৫০)। শনিবার দুপুর দেড়টায় বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় মারা যান তিনি।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত ইমদাদুল পেশায় শ্রমিক। এদিন বাড়ির কাছাকাছি স্থানে কাজ করছিলেন চার শ্রমিক। এসময় বজ্রপাতের ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেন।
এদিন বিশ্বম্ভরপুর উপজেলা সদরের সামনের করচার হাওরে পানিতে ডুবে মৃত্যু হয় দুই শিশুর। নিহত শিশুদের একজনের নাম ইউনুস মিয়া (৮)। সে উপজেলা সদরের রাধানগর গ্রামের ফজলুল হকের ছেলে। অপর নিহত শিশু আরাফাত হাসান মেহেদী (৭)। সে উপজেলার শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. কাউছার আলম তিনজনের মৃত্যুর খবর ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন বজ্রপাতে একজন এবং পানিতে ডুবে দুশিশুর মৃত্যু হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech