উড়ন্ত বার্সেলোনাকে মাটিতে নামালো ওসাসুনা

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

উড়ন্ত বার্সেলোনাকে মাটিতে নামালো ওসাসুনা

স্পোর্টস ডেস্ক:টানা ৭ ম্যাচ জিতে লা লিগায় উড়ছিল বার্সেলোনা। ঘরের মাঠে তাদের মাটিতে নামালো ওসাসুনা। প্রথমার্ধে বার্সেলোনার নিষ্প্রভ থাকা সুযোগে
১০ মিনিটের মধ্যে দুবার গোলের দেখা পায় ওসাসুনা। বিরতির পর ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও পারেনি হান্সি ফ্লিকের দল।লা লিগার ম্যাচে গতকাল বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে ৪-২ গোলে জিতেছে ওসাসুনা। প্রথমার্ধে আন্তে বুদিমির ও ব্রায়ান সারাগোসার গোলে ওসাসুনা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান বার্সেলোনার ভিক্টোর। পরে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন বুদিমির। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান আবেল ব্রেতোনেস। বার্সেলোনার পরাজয়ের ব্যবধান কমান লামিনে ইয়ামাল। লা লিগায় টানা ৭ ম্যাচ জেতার পর চলতি মৌসুমে এটাই প্রথম হার বার্সেলোনার।  এই আট ম্যাচে প্রথমবার কোনোটিতে তারা একাধিক গোল হজম করল।বার্সেলোনার বিপক্ষে এ নিয়ে তৃতীয়বার ম্যাচে অন্তত চার গোল করল ওসাসুনা। আগের দুবার ছিল ১৯৩৬ সালের জুনে (স্প্যানিশ কাপে ৪-২) ও ১৯৮৪ সালের জানুয়ারিতে (লা লিগায় ৪-২)।

0Shares