সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ গ্রেপ্তার ৪

ডায়ালসিলেট ডেস্ক :সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার এক বার্তায় এই তথ্য নিশ্চিত করে ডিবি জানায়, সুনির্দিষ্ট মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি  আরও জানায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটকদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ