গ্রেপ্তার করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

 

 

 

 ডায়াল সিলেট ডেস্ক ::বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, সাধন মজুমদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনই বলা যাচ্ছে না।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ