গোয়াইনঘাটের ইউপি চেয়ারম্যান নিজাম গ্রে ফ তা র

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

গোয়াইনঘাটের ইউপি চেয়ারম্যান নিজাম গ্রে ফ তা র

ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিনকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

তিনি আওয়ামী সমর্থিত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ( ৩ অক্টোবর, রাত সোয়া ১টার দিকে) সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

তিনি কোতোয়ালি মডেল থানায় গত ২০ আগস্ট দায়েরকৃত একটি মামলার (নং ১৫/৩৭০) আসামী।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares