নারী টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

নারী টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:নারীদের টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে সংগ্রহ বড় না হলেও বোলারদের দাপটে ১৬ রানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। মেয়েদের টি-২০ বিশ্বকাপে চার টুর্নামেন্ট ও এক দশক পরে জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে ২০১৪ টি-২০ বিশ্বকাপে শেষবার ম্যাচ জিতেছিল সালমা খাতুনের দল।উইকেট ভালো এবং ব্যাটিং সহজ হবে ভেবে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক। শুরুটা খারাপ না হলেও প্রত্যাশা মতো রান পায়নি প্রবাসে খেললেও আসরের স্বাগতিক বাংলাদেশ। সোবহানা মুস্তারি ও সাথী রানীর ব্যাটে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে।ওপেনিং জুটিতে ২৬ রান যোগ করে মুর্শিদা ১২ রান করে ফিরে যান। অন্য ওপেনার সাথী ফেরেন ৩২ বলে তিন চারে ২৯ রান করে। দলের রান তখন ১১.৫ ওভারে ৬৮। সেখান থেকে দ্রুত উইকেট হারিয়ে ও বড় শট খেলতে না পারায় রান বড় হয়নি বাংলাদেশের। তিনে নামা সোবহানা মুস্তারি ৩৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। দুটি চারের শট মারেন তিনি। এছাড়া টি-২০ ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামা নিগার সুলতানা ১৮ বলে ১৮ রান করেন। ফাহিমা ৫ বলে দুই চারে ১০ রান করেন।

0Shares