নতুন পরিচয়ে আলিয়া, শর্বরী

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক ::‘টাইগার’, ‘ওয়ার’-এর পর ‘পাঠান’ দিয়ে যশ রাজের স্পাই ইউনিভার্স এখন জমজমাট। এই ইউনিভার্সে যুক্ত হয়েছেন সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের মতো তারকারা। বাকি ছিল কেবল স্পাই ইউনিভার্সের নারীপ্রধান সিনেমা। এবার জানা গেল সেই সিনেমা মুক্তির তারিখও।

আলিয়া ভাট ও শর্বরী বাগ যে যশ রাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছেন, এ খবর পুরোনো।

আজ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আলফা’ নামে ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের বড়দিনে। ছবির পরিচালক শিব রাওয়েল। এ ছবিতে খলনায়কের চরিত্রে ধরা দেবেন ববি দেওল।

আগেই জানা গেছে, ‘আলফা’ ছবির সেটে ১০০ নিরাপত্তারক্ষীকে বহাল করা হয়েছে। কারণ, শুটিং চলাকালে যেন ফুটেজ বাইরে না আসে। এ ছবিতে থাকবে ভরপুর অ্যাকশন। ছবিতে আলিয়া ও ববিকে একটি দীর্ঘ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে, চার দিন ধরে যে দৃশ্যের শুটিং চলবে। এ অ্যাকশন দৃশ্যের ডিজাইন করেছেন আর্ট ডিরেক্টর অমিত রায় ও সুব্রত চক্রবর্তী।

0Shares