কুসুমের ফেরা

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

কুসুমের ফেরা

বিনোদন ডেস্ক :গতকাল মুক্তি পেয়েছে কুসুম সিকদার পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’। নির্মাণের পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেছেন তিনি। এর মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন কুসুম। মুক্তির প্রথম দিনই স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারস-এ ২০টি শো পেয়েছে ‘শরতের জবা’। এদিকে গতকাল মুক্তির প্রথম দিনই ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে নিজের সিনেমাটি দেখেছেন এই অভিনেত্রী। কুসুম সিকদারের গল্পের বই ‘অজাগতিক ছায়া’র ‘শরতের জবা’ গল্প থেকে সিনেমাটির চিত্রনাট্য করা হয়েছে। ২০২১ সালের বইমেলায় এই বইটি প্রকাশিত হয়। কুসুম গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে যান। তার সঙ্গে ছিলেন ছবির আরেক অভিনয়শিল্পী নিদ্রা দে নেহা। সিনেমাটি দেখার পাশাপাশি দর্শকদের সঙ্গেও দেখা করে তাদের কথা শুনেছেন কুসুম। তিনি বলেন, এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। কারণ প্রথম চলচ্চিত্র নির্মাণ এটি আমার। দীর্ঘদিনের স্বপ্ন। সিনেপ্লেক্সে এসে যখন দর্শকদের অভাবনীয় সাড়া দেখলাম মনটা ভরে গেল। আমার ফেরাটাও বলতে পারেন স্মরণীয় হয়ে রইলো। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক

প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা। কুসুম ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

0Shares