প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪
স্পোর্টস ডেস্ক :হায়দরাবাদের ছেলে মোহাম্মদ সিরাজ তেলেঙ্গানা রাজ্য পুলিশের ডিএসপি (ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ) হয়েছেন। তেলেঙ্গানা পুলিশের ডিজিপি জিতেন্দ্রর সঙ্গে দেখা হওয়ার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে সিরাজ দায়িত্ব বুঝে নেন। এর আগে সিরাজ নিউজিল্যান্ড সিরিজের জন্য দলে অন্তর্ভুক্ত হওয়ার সুখবরও পান।
এ বছরের জুনে টি-–টোয়েন্টি বিশ্বকাপ খেলে সিরাজ তার শহরে ফিরলে তাকে সংবর্ধনা দেয় পুলিশ। এ সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভনাথ রেড্ডি বিশ্বকাপজয়ী সিরাজকে একটি সরকারি চাকরি ও একটি প্লট দেওয়ার প্রতিশ্রুতি দেন। রেভনাথ তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। সিরাজকে সরকারি চাকরির পাশাপাশি হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় ৬০০ বর্গফুটের একটি প্লটও দিয়েছেন। ভারতের শীর্ষ তিন ফাস্ট বোলারের একজন সিরাজ দেশটির হয়ে এখন পর্যন্ত ২৯ টেস্ট, ৪৪ ওয়ানডে ও ১৬টি টি–টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৭৮, ওয়ানডেতে ৭১ ও টি–টোয়েন্টিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে নায়ক বনে যাওয়া যোগিন্দর শর্মাকে ডিএসপি পদে চাকরি দিয়েছিল হরিয়ানা রাজ্য সরকার। তিনি এখন পুলিশে কর্মরত। এর আগে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেব এবং কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকেও ভারতের নিরাপত্তা বাহিনীতে চাকরি দেওয়া হয়েছিল। তবে এদের কেউই পেশাদারভাবে কাজ করেননি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech