দীপ্ত টিভি’র কর্মকর্তা খুন গ্রেপ্তার ৫, ওসি প্রত্যাহার

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

দীপ্ত টিভি’র কর্মকর্তা খুন   গ্রেপ্তার ৫, ওসি প্রত্যাহার

ডায়ালসিলেট ডেস্ক :করা হয়েছে। আমরা তার সম্পৃক্ততার বিষয় তদন্ত করে দেখবো। বিএনপি নেতা রবিউল তিন নম্বর আসামি।

তিনি বলেন, জমির মালিকের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্ব, সুতরাং তার তো দায় থাকবে। বাকিটা তদন্তে উঠে আসবে। এই ঘটনায় রাজনৈতিক প্রভাব থাকায় পুলিশ ব্যবস্থা নেয়নি। এ প্রশ্নের জবাবে রুহুল কবীর বলেন, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্বে অবহেলার দায়ে ইতিমধ্যে সরিয়ে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে তার অবহেলা পেয়েছি। ওই জমির মালিক নিহত তামিমের বাবা। সেখানে ভবন নির্মাণের জন্য প্লিজেন্ট প্রোপার্টিজের সঙ্গে তাদের যে চুক্তি হয়, তাতে জমির মালিককে পাঁচটি ফ্ল্যাট দেয়ার কথা ছিল। এ পর্যন্ত ডেভেলপার কোম্পানির দুটি ফ্ল্যাট হস্তান্তর করেছে, বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের শ্বশুরের কাছে বিক্রি করে প্লিজেন্ট প্রোপার্টিজ। এ নিয়েই গত তিন বছর ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

0Shares