নতুন সম্পর্কে মধুমিতা

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

নতুন সম্পর্কে মধুমিতা

বিনোদন ডেস্ক :১৮ বছর বয়সেই পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। কিন্তু গত পাঁচ বছরে তিনি টলিপাড়ার অন্যতম ‘সিঙ্গেল’ অভিনেত্রী। কারণ ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। মাঝে মাঝে গুঞ্জন উঠলেও এরপর আর কারও সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। কিন্তু এবারের দুর্গাপূজায় নিজের জীবনের নতুন শুরুর কথা জানালেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই কথা। সপ্তমীর মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন মধুমিতা। সেখানে দেখা যায় তার হাতের ওপর রাখা আর একটি হাত। অভিনেত্রী লিখলেন, নতুন শুরু। এরপর আরও একটি ছবি প্রকাশ্যে আসে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন তিনি। তার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। সম্পর্কের কথা শিকার করে মধুমিতা বলেন, হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। তবে কি খুব শিগগিরই চার

হাত এক হবে তাদের? শুনেই অভিনেত্রী বলেন, সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি। জানা যায়, তার প্রেমিক অভিনয় জগতের কেউ নন। কিন্তু সমাজমাধ্যমের পাতায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার কথায়, সে কী করে, এখন একটু চাপাই থাক।

0Shares