প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪
স্পোর্টস ডেস্ক :গোয়ালিয়র, দিল্লির সফরের পর বাংলাদেশ দল পৌঁছেছে হায়দরাবাদে। এক ম্যাচ হাতে রেখেই টি- টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। টানা দুই টি-টোয়েন্টি ম্যাচ ভারতের বিপক্ষে হার ব্যাটিং ও বোলিং ব্যর্থতায়। সিরিজের শেষ ম্যাচ হায়দরাবাদে। জিতলে বাঁচবে হোয়াইটওয়াশের লজ্জা থেকে। অন্যদিকে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টিম ইন্ডিয়া একটিও সিরিজ হারেনি। বিশ্বজয়ের পর পরই শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া জিম্বাবুয়ে সফরে গিয়েছিল। এ বার দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ হারানোর পালা। আর টাইগারদের সামনে লজ্জা এড়ানোর কঠিন চ্যালেঞ্জ। চেন্নাই থেকে শুরু করে দিল্লি; লাল সবুজের দল ভারত সফরে কোথাও হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি। নাজমুল হোসেন শান্তদের পারফরম্যান্স বলছে হায়দরাবাদে আরও একটি বাজে দিন অপেক্ষা করছে। তবে বরাবরের মতোই ম্যানেজমেন্ট এই হারকেও ইতিবাচকভাবে নিয়ে শেখার বিষয়টি ভাবছেন। বাজেভাবে এখন পর্যন্ত সফরের সব ম্যাচ হারলেও ফিল্ডিং কোচ নিক পোথাস অহমিকা নিয়ে বলছেন উন্নতি করেছে দল! কীভাবে- সেটিও তিনি বলেছেন, ‘আমরা খুব দ্রুত সবকিছু ভুলে যাচ্ছি। ক’দিন আগেই পাকিস্তানে গিয়ে ইতিহাস গড়ে এসেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথমবার সুপার এইটে গেছে দল। নিউজিল্যান্ডে গিয়েও ভালো ফল পেয়েছি। দল উন্নতি করছে। ভারত এমন একটা জায়গা যে কেউ এখানে এসে ধুঁকবে। আমাদের যেদিকে নজর দিতে হবে তা হচ্ছে শিখতে পারছি কিনা, সামনের দিকে তাকাতে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, টি-টোয়েন্টি
আছে।’ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ম্যাচ। তার আগে সিরিজ জুড়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি বার বার এসেছে আজ পোথাসের সংবাদ সম্মেলনে। কিন্তু নানা ভাবে অজুহাতকে সামনে এনেছে দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট। গতকালও ম্যাচের আগে পোথাস দিলেন একরকম অজুহাত। কিন্তু প্রশ্ন হচ্ছে সিরিজের শেষ ম্যাচে নাজমুল হোসেন শান্তর দল হোয়াইটওয়াশ বাঁচাবে নাকি হারে সেখান থেকে শেখার চেষ্টা করবে! আজ মাহমুদউল্লাহ রিয়াদ যদি একাদশে থাকে সেটি হবে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টির শেষ ম্যাচ। আর শেষ ম্যাচের একাদশে পরিবর্তন হয়তো আসবে। সেখানে ওপেনার তানজিদ হাসান তামিম আসতে পারেন পারভেজ হোসেন ইমনের জায়গাতে।
হায়দরাবাদের উইকেট ব্যাটিং সহায়ক। এখানে হওয়া দু’টি ম্যাচের প্রথমটি হয়েছিল ২০১৯ সালে। সেবার অজিদের দেয়া ১৮৭ রানের টার্গেট ৬ উইকেট হাতে রেখে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০৭ রান করেও জিততে পারেনি, এটাতেও ৬ উইকেটের জয় পায় স্বাগতিকরা। তবে ব্যাটিং সহায়ক পিচ হলেও এখানে দাপট থাকে স্পিনারদের। তাই বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। অভিষেক হওয়ার সম্ভাবনা আছে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech