নাবালিকা হেনস্তার অভিযোগে মামলা

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

নাবালিকা হেনস্তার অভিযোগে মামলা

বিনোদন ডেস্ক :নাবালিকা হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছিল একতা কাপুরের বিরুদ্ধে। এবার পকসো আইনে মামলা দায়ের হয়েছে তিনিসহ তার মা শোভা কাপুরের বিরুদ্ধে। জানা যায়, একতা এবং শোভা ‘অল্ট বালাজি’ নামে ওটিটি প্ল্যাটফরমের কর্ণধার। এই প্ল্যাটফরমের একটি ওয়েব সিরিজের জন্যই বিপত্তিতে পড়েছেন তারা। ‘গন্ধি বাত’ নামক সেই সিরিজে নাবালিকাদের যৌনকর্মে ও মাদক সেবনে লিপ্ত অবস্থায় দেখানো হয়েছে। সেই অভিনেত্রীরা সত্যিই প্রাপ্তবয়স্ক নয় বলে অভিযোগ।

0Shares