প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
বিনোদন ডেস্ক :নাটকে ভিন্নধারার অভিনয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অহনা রহমান। সমপ্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামের একটি নাটক পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই মাইলফলক উদ্যাপন করতে শনিবার রাতে মগবাজারের একটি রেস্তরাঁয় গেট টুগেদারের আয়োজন করা হয়। সেখানেই অভিনয় থেকে বিদায় নেয়ার ইঙ্গিত দেন অহনা। কথা প্রসঙ্গে তিনি বলেন, আমি আর বেশিদিন অভিনয় করবো না। অনেক বছর তো দেখলেন আর কতো? এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। আমার মনে হয় অনেকটা বছর তো দেখলেন, আরও ভালো নতুন অভিনেতা-অভিনেত্রীরা আসছে তাদেরকেও দেখা উচিত। এখন যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না সে ধরনের কাজ করতেও চাই না। অনেক দিন কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই। তবে কবে নাগাদ অভিনয়কে বিদায় বলবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অহনা। তবে এতটুকু বললেন হয়তো শিগগিরই এ বিষয়ে জানাবেন তিনি। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকের বিষয়ে অহনা বলেন, প্রবাসীর স্ত্রী একটি সত্য গল্প অবলম্বনে নির্মাণ করা। গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি ৫ মিলিয়ন দর্শক দেখেছে কিন্তু রি-আপলোডের আগের ও পরের হিসাব ধরলে প্রকৃত অর্থে কোটির উপরে এই নাটকটি মানুষ দেখেছেন। বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে, আমরা কেউ শেয়ার দেইনি। তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অহনাকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech