খেলার চেয়ে ‘ফেসবুকে’ বেশি ব্যস্ত শান্ত

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

খেলার চেয়ে ‘ফেসবুকে’ বেশি ব্যস্ত শান্ত

স্পোর্টস ডেস্ক :সাম্প্রতিক সময়ে অফ ফর্মে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন সংস্করণ মিলিয়ে টানা ৩২ ইনিংসে করেছেন শুধুমাত্র একটি ফিফটি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  মিরপুরের চলমান টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৭ রানে। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে উইকেটে সেট হয়েও ফেরেন মাত্র ২৩ রানে।মাঠে ছন্দে না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তকে নিয়ে রীতিমতো ট্রল করা হচ্ছে। টেস্ট শুরু হওয়ার আগে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, ‘ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়! চিন্তা করছি, প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’

ঢাকা টেস্টে দুই ইনিংসে ৭ ও ২৩ রানে আউট হওয়ার পর সমর্থকরা তাই মজা করে মন্তব্য করছেন- শান্তর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার তাড়া। তাই দ্রুত ড্রেসিংরুমে ফিরছেন।
ক্রিকেটার হিসেবে মাঠে পারফর্ম করাই মূল কাজ; কিন্তু খেলার চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি ব্যস্ত হয়ে পড়ছেন নাজমুল হোসেন শান্ত। এমন অভিযোগ ভক্ত সমর্থকদের।
সোমবার টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারকে শুভকামনা জানিয়ে শান্ত ফেসবুকে লেখেন- ‘বছরের পর বছর ধারাবাহিক পারফর্ম করে দলের জন্য অবদান রেখেছেন আপনি। ফরম্যাট যেটাই হোক সেখানে আপনার থেকে সেরাটাই পেয়েছে দল। দলের জন্য আপনি সব সময় নিজের সেরাটা দিয়েছেন, আশা করি সামনে এর থেকেও বেশি দেবেন। ২০০ উইকেটের জন্য অনেক অনেক শুভকামনা, ২০০-কে দ্রুত ৩০০-৪০০ হতে দেখতে চাই।’ গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রান করলেন মুশফিকুর রহিম। দিনের খেলা শেষে মি. ডিপেন্ডেবলখ্যাত মুশফিককে অভিনন্দন জানিয়ে শান্ত ফেসবুকে লিখেছেন- ‘বাংলাদেশ ক্রিকেটে অনুপ্রেরণার সংজ্ঞা তুমি! টেস্টে ৬০০০ রান করার জন্য অনেক অনেক অভিনন্দন মুশফিকুর রহিম ভাই…।’

0Shares