বাজার সিন্ডিকেটের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সরকার

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

বাজার সিন্ডিকেটের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সরকার

ডায়ালসিলেট ডেস্ক :বাজার সিন্ডিকেট নিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘স্পষ্টভাবে বলতে চাই-কোনো প্রকার সিন্ডিকেটের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।’

বৃহস্পতিবার রাজধানীর বেগুনবাড়িতে মহানগরের ৫০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের টাস্কফোর্স অভিযান পরিচালনা করছে। সিন্ডিকেট ভাঙার জন্য প্রত্যেক পর্যায়ে কাজ করে যাচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যেসব প্রতিষ্ঠান সরাসরি কৃষকের কাছ পণ্য কিনে গ্রাহক পর্যন্ত পৌঁছে দেবে তাদের সহযোগিতা করা হবে। সরকারের দিক থেকে লজিস্টিক কিংবা ঋণ সুবিধা দেয়া হবে।’

আসিফ মাহমুদ বলেন, ‘প্রস্তাব এসেছে কীভাবে বিকল্প কৃষি বাজার পরিচালনা করা যায়। প্রত্যেকটা বাজারে প্যারালাল হিসেবে কীভাবে কৃষি বাজার চালু করা যায়। যেখানে কৃষক তার পণ্য নিজে বিক্রি করবেন। সিন্ডিকেট বা ফরিয়াদের যে দৌরাত্ম্য সেটা যাতে চিরতরে নির্মূল করা যায়।’

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ