মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সেখানে সাংবাদিকদের করা নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। যদিও বেশ কয়েকটি প্রশ্নের বিস্তারিত জবাব দেননি মিলার। তবে তিনি বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর জোড় দিয়েছেন।

একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বাংলাদেশে সম্প্রতি ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। এর জবাবে মিলার বলেন, আমি ওই প্রতিবেদনটি দেখিনি। তবে স্পষ্টতই আমরা বিশ্বাস করি যে- বাংলাদেশে বা বিশ্বের যে কোনো প্রক্রিয়ায় যে কোনো বৈষম্যের বিরোধিতা করব।
বাংলাদেশের সরকারি চাকরিতে অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন নিয়োগের অনুশীলনকে সমর্থন করার জন্য স্টেট ডিপার্টমেন্ট কীভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে, জানতে চাইলে মিলার এ প্রশ্নে মন্তব্য করেননি।

নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক স্বাধীনতা ও রাজনৈতিক মত প্রকাশের অধিকারের উপর জোর দেন ম্যাথিউ মিলার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতাসহ তাদের মৌলিক অধিকারের স্বাধীনতা থাকা উচিত। বাংলাদেশের ক্ষমতায় যে সরকারই থাকুক না কেন, সেখানে দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে আমরা এই বিষয়টি বহুবার স্পষ্ট করেছি।

0Shares