প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪
স্পোর্টস ডেস্ক
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অধিনায়ক থাকতে চান না। দলের তিন ফরম্যাট থেকে দায়িত্ব ছাড়ার কথা তিনি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে। তবে এ বিষয়ে কিছুই জানেন না দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলাম। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে টাইগাররা। এই ম্যাচেই শান্ত অধিনায়ক হিসেবে শেষ নেতৃত্ব দিবেন এমনটা জানিয়েছেন অধিনায়ক নিজেই। তবে এই ম্যাচে দলের জন্য প্রধান লক্ষ্য ঘুরে দাঁড়ানো। ভারতের পর নিজেদের মাটিতেও টেস্টে হেরে চলেছে শান্তর দল। মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বড় ব্যবধানে তাও চার দিনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়কের এমন ইচ্ছার কথা কতটা যুক্তিযুক্ত! তবে তাইজুল এই সব নিয়ে ভাবছেন না। তার একটাই কথা টচট্টগ্রাম টেস্টে তারা মাঠে নামবেন জয়ের লক্ষ্য নিয়েই। আর সুযোগ এলে জাতীয় দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত সেটিও জানিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। তার কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকতে চান না?
তাইজুল: আসলে এ বিষয়ে আমি কিছু শুনি নাই। এটা আমার পার্টও না। এই বিষয়ে আমি সঠিকটা জানি না।
দলের ব্যাটিং নিয়ে চিন্তা?
তাইজুল: না, আপনি প্রত্যেকটা ম্যাচে আসা মানেই একটা সুযোগ। সেদিক থেকে আমার মনে হয় যে আবার আরেকটা সুযোগ ব্যাটারদের কাছে আছে। সত্যি কথা বলতে কী আমাদের দল হিসেবে যে পারফরম্যান্সটা হওয়ার কথা, সেটা হচ্ছে না। কিন্তু ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। টিম হিসেবে আমরা যদি দুই তিনটা জুটি গড়তে পারি, দুয়েকজন যদি হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি করতে পারি; তাহলে হয়তো আমাদের লক্ষ্যটা বড় হবে। সবাই হার্ড ওয়ার্ক করছে, মন থেকেও চাচ্ছে। কিন্তু হচ্ছে না। হয়তো এই ম্যাচে আমরা ভালো কিছু করবো।
স্পিন আক্রমণ কতোটা ভরসা দিচ্ছে?
তাইজুল: না, এখানে উঠে আসার বিষয়টা না। আপনি নাঈমের রেকর্ড দেখলে বুঝবেন, তার রেকর্ডও কিন্তু খারাপ না। যথেষ্ট ভালো রেকর্ড। এক ম্যাচে উইকেট পায় নাই এজন্য সে পারবে না সামনে, এরকম না। আমার কাছে মনে হয় এক ম্যাচ হতে পারে এমন। সামনে যে ম্যাচ আছে, তারা কামব্যাক করবে, ভালো কিছু করবে। প্রিভিয়াস রেকর্ড যদি দেখেন, মিরাজ বলেন, গত সিরিজেও ভারতে-পাকিস্তানে যথেষ্ট ভালো বল করেছে। এবং দলকে জেতাতে সাহায্য করছে। নাঈমও প্রিভিয়াস ম্যাচ যেগুলো খেলেছে চট্টগ্রাম, মিরপুরে; ভালো করেছে।
চট্টগ্রামের গরম আবহাওয়া?
তাইজুল: আসলে এটা আমি টিমমেট হিসেবে অনেক সিদ্ধান্ত বলতে পারি। কিন্তু এখানে যেহেতু কোচের, অধিনায়কের বলার থাকে, দলের পরিকল্পনা থাকে। আমি সঠিকটা এখনও জানি না কী করবে। এটা আসলে টিম ম্যানেজম্যান্টের পার্ট।
মাঠের বাইরের ঘটনা কতোটা প্রভাব ফেলে?
তাইজুল: এটা আসলে আমাদের টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটার ইফেক্ট কেউ কেউ নিতে পারে, আবার কেউ রিল্যাক্স থেকে নিজের কাজটা করে যেতে পারে। আমি ব্যক্তি হিসেবে বলবো সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করি এবং নিজের কাজটা করার চেষ্টা করি। কিন্তু এটা যখন একটা দলের ভেতরে ঘটে, জানি না কে কোন হিসেবে নেয়। আসলে সবার মাইন্ড একরকম না। আর আপনি যে প্রশ্ন করছেন, এটা আসলে অনেক গভীর একটা প্রশ্ন। এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। কারণ আমি যখন একটা ম্যানেজম্যান্ট মিটিং হয় বা বোর্ডের যখন মিটিং হয়, আমি বা প্লেয়াররা কিন্তু জড়িত থাকে না। ক্যাপ্টেন কে হচ্ছে, কোচ কে হচ্ছে, এটা আমাদের পার্ট না।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech