সোনালের অভিষেক

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

সোনালের অভিষেক

বিনোদন ডেস্ক :ইমরান হাশমীর বিপরীতে ‘জান্নাত’ সিনেমায় কাজ করে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এরপর বেশকিছু ছবিতে কাজ করলেও প্রথম ছবির সফলতাকে টেক্কা দিতে পারেননি তিনি। তবে এবার বাংলাদেশের দর্শকদের সামনে অভিষেক হতে চলেছে তার। তাও আবার বাংলা ভাষার ছবিতে। দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছেন। শাকিব-সোনাল অভিনীত এ ছবিটি এরইমধ্যে মুক্তি পেয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে পরিচালক অনন্য মামুন ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেন। নতুন তারিখ অনুযায়ী ‘দরদ’ মুক্তি পাচ্ছে নভেম্বরের ১৫ তারিখে। এদিকে ছবিটি নিয়ে শুরু থেকেই বেশ এক্সাইটেড ছিলেন সোনাল। তখন শাকিবের সঙ্গে কাজ করতে যাওয়ায় নিজের উচ্ছ্বাসের কথাও জানান তিনি। এদিকে বেশ বড় পরিসরে ছবিটির প্রচারণায় নেমেেেছন পরিচালক ও শাকিব খান। পাশাপাশি প্রচারণায় সোনালেরও বাংলাদেশে আসার কথা রয়েছে। ছবিতে শাকিবের সঙ্গে সোনালের রসায়ন দর্শক কতোটুকু গ্রহণ করবেন- সেটা সময়ই বলে দেবে। সোনাল ছবিটির বিষয়ে বলেন, খুব ভালোভাবে ছবিটির কাজ শেষ করেছি আমরা। পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। আশা করছি তার সঙ্গে আমার জুটিটি খুব ভালোভাবে গ্রহণ করবেন দর্শক। এদিকে ‘দরদ’ বাংলা, হিন্দিসহ ছয়টি ভাষায় মুক্তির কথা রয়েছে।

0Shares