প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪
স্পোর্টস ডেস্ক :২০২২ সালে নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জেতে বাংলাদেশ নারী দল। এরপর খেলোয়াড়দের ইচ্ছাপূরণে ছাদখোলা বাসে প্যারেড করে বাফুফে ভবনে নেওয়া হয় তাদের। গতকাল একই মাঠে একই প্রতিপক্ষকে হারিয়ে আবার টানা দ্বিতীয় আসরে সাফের শিরোপা জিতেছে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। এবারও ছাদখোলা বাসে চড়েই বাফুফে যাবেন তারা।
ফাইনাল শুরু হয় সন্ধ্যা পৌনে ৭টায়। তবে সাবিনাদের জন্য ছাদখোলা বাসটি প্রস্তুত করা শুরু হয় সকাল থেকেই। যে বাসে গতবার প্যারেড হয়েছে, এবারও সেই বাসটিই ব্যবহার করা হবে। নতুনভাবে বিজয়ী মেয়েদের ছবি সংবলিত স্টিকার বাসে সেঁটে দেওয়া হবে।
চ্যাম্পিয়ন মেয়েরা নেপালের কাঠমান্ডু থেকে দুপুর সোয়া ২টায় ঢাকায় এসে পৌঁছবে।যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে ভবনে চ্যাম্পিয়ন মেয়েদের জন্য অপেক্ষা করবেন। সাবিনারা ভবনে আসলে তাদের স্বাগত জানাবেন তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech