প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে আহত ৭ বাংলাদেশির চিকিৎসার দায়িত্ব নিলো তুরস্ক। দেশটিতে বিনামূল্যে তাদের চিকিৎসা দেবে এরদোয়ান সরকার। সেগুনবাগিচা জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে তুর্কী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমান অন্তরর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক হয়। সেখানে উভয়েই গণঅভ্যুত্থানে আহতদের তুরস্কে উন্নত চিকিৎসা প্রদানের অনুরোধ জানান।
স্মরণ করা যায়, ২৭শে আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ানের টেলিফোন সংলাপকালে এরদোয়ান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে তুরস্কের একটি সরকারি প্রতিনিধিদল গত ১৩ থেকে ১৫ অক্টোবর বাংলাদেশ সফর করেন।
এ সময় নির্বাচন ব্যবস্থা, আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তুর্কী প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহের বৈঠক অনুষ্ঠিত হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech