প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তরখণ্ড প্রদেশে এক বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির আলমোড়া জেলায় সোমবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ সিটের একটি যাত্রীবাহী বাস গাড়ওয়াল থেকে কুমায়ুন যাওয়ার পথে মার্চুলা নামক স্থানে একটি দুর্গম পথ অতিক্রম করার সময় মূল সড়ক থেকে প্রায় ২০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ২০ যাত্রী। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশের সাথে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়, মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন উত্তরখণ্ড প্রদেশের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামি। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত উদ্ধার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এক্সের এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনকভাবে ঘটে যাওয়া যাত্রী নিহতের মর্মান্তিক দুঃসংবাদটি পেয়েছি। এতে জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার কাজ শেষ করে সেখানে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে।’ দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতেও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া যারা গুরুতর আহত হয়েছেন সে সকল যাত্রীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে হেলিকপ্টারযোগে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারি তহবিল থেকে ৪ লাখ এবং আহতদের প্রত্যেককে ১ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন পুশকার সিং ধামি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech