প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কমিটি। নতুন আহবায়ক কমিটিতেও পুরাতনদের উপরই আস্থা রেখেছে দলটি।
নবগঠিত কমিটিতে জেলার সদ্য সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে আহবায়ক করে ৩১ সদস্য রাখা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ছাড়া বাকি সবাইকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মিজানুর রহমান চৌধুরী, এড. মল্লিক মইন উদ্দিন সোহেল, এড শেরে নুর আলী, এড. নুরুল ইসলাম নুরুল, নাদের আহমেদ, আকবর আলী, এড. মাসুক আলম, আনিসুল হক, আব্দুল মোতালেব খাঁন, রেজাউল হক, আনছার উদ্দিন, শামসুল হক নমু, আ.ত.ম মিছবাহ, ব্যারিস্টার আবিদুল হক, ফারুক আহমেদ (দক্ষিন সুনামগঞ্জ), সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ (ছাতক), আব্দুর রহমান, নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুল ইসলাম কামরুল, নাসিম উদ্দিন লালা, মো. মুনাজ্জির হোসেন সুজন, এড. জিয়াউল ইসলাম শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত, মো. শফিকুল ইসলাম, আলহাজ আব্দুল বারি, সিরাজ মিয়া, নুর আলী, মো. আবুর রশীদ।
এর আগে ২০১৭ সালের ২৫ মে কলিম উদ্দিন আহমদ মিলকে সভাপতি ও নুরুল ইসলাম নুরুল্কে সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্যের নামোল্লেখ করে সুনামগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন করা হয়।
২০১৯ সালের এপ্রিল মাসে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech