প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :স্থানীয় সময় অনুযায়ী রাত পোহালেই শুরু হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত লড়াই। ভোটারদের শেষ ভোটটি নিজের শিবিরে ভেড়াতে মরিয়া ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস। এবারের নির্বাচনের সর্বশেষ প্রচারণায় অংশ নিতে ফিলাডেলফিয়ার মঞ্চে উঠেছেন তিনি। সেখানে সমর্থকদের উদ্দেশে কমালা বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত আছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, ২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শেষ বক্তৃতার শুরুতেই কমালা তার সমর্থকের ধন্যবাদ জানান। তিনি বলেছেন, ‘আমেরিকাকে দেখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের প্রচারাভিযান আমেরিকার জনগণের উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্নের সাথে যুক্ত হয়েছে। আমরা আশাবাদী এবং আমরা একসাথে যা করতে পারি তা নিয়ে আমরা বেশ উত্তেজিত।যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক পটপরিবর্তনের এক ঐতিহাসিক সময়ের দ্বারপ্রান্তে আছেন কমালা হ্যারিস। যদি তিনি নির্বাচিত হন তাহলে এবারই প্রথম কোনো নারী প্রেসিডেন্ট পাবে আমেরিকার জনগণ। এর আগে ২০১৬ সালে কমালার প্রতিপক্ষ ডনাল্ড ট্রাম্পের কাছে ইলেক্টোরাল ভোটে পরাজিত হন প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। তার পর নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এবার ট্রাম্পের বিরুদ্ধেই লড়াই করছেন কমালা হ্যারিস। তিনি এবার এই আশা করছেন যে, আমেরিকার জনগণ এবার তাকে নির্বাচিত করে এক নয়া ইতিহাসের দ্বার উন্মোচন করবে। কমালা বলেছেন, যুক্তরাষ্ট্রের এক দশকের রাজনীতির পাতা উল্টানোর এক বিশাল সুযোগের কাছাকাছি রয়েছে আমেরিকার জনগণ। কমালা মনে করেন, তাকে নির্বাচিত করার মাধ্যমে ভয় ও বিভাজনের রাজনীতির ইতি টানবে জনগণ।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা ৫৩৮। প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ভোট পেতে হয়। এই ভোট আবার ২০২৫ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে গণনা করা হবে। সেদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট। এরপর ২০ জানুয়ারি শপথ নিয়ে পাকাপাকিভাবে হোয়াইট হাউসে বসবেন তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech