প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের ক্রিকেটে সেরা ফিনিশারের নাম বললে সবার আগে আসবে নাসির হোসেনের নাম। কিন্তু ক্যারিয়ারকে খুব বেশি লম্বা করতে পারেননি তিনি। নাসিরের মতো আরেক ক্রিকেটার সাব্বির রহমানও দারুণ সম্ভাবনা নিয়ে এসেছিলেন। উইকেটকিপার ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি মোহাম্মদ মিঠুন। ওপেনার ইমরুল কায়েস বেশ কিছুদিন জাতীয় দলকে সার্ভিস দিয়ে ছিটকে গেছেন। সাব্বির-নাসিরকে ঘিরে অসংখ্য বিতর্ক থাকলেও ইমরুল-মিঠুনদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই চার ক্রিকেটারকেই ‘দুর্ভাগা’ হিসেবে উল্লেখ করেছেন সাকিব আল হাসান। আবুধাবি টি-টেন লীগের দল বাংলা টাইগার্সের ফেসবুক পেইজে সাকিবের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই তিনি জানান বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার কারা।
সাকিব বলেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস- এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক…। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’ বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডার অবশ্য স্বীকার করেছেন যে, বাস্তবতার কারণেই সব খেলোয়াড় সমান সুযোগ পাবে না, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে নির্বাচকদের আস্থাভাজন হওয়ার একটা বিষয় আছে জানিয়ে সাকিব বলেন, ‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech