হতশ্রী পারফরম্যান্স নিয়ে নান্নুর ‘ময়নাতদন্ত’

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪

হতশ্রী পারফরম্যান্স নিয়ে নান্নুর ‘ময়নাতদন্ত’

স্পোর্টস ডেস্ক :বলে কিভাবে খেলতে হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগছে। উপরের বল কিভাবে মারতে হবে পিছনের বল কিভাবে খেলা উচিত, বা সামনের বল কিভাবে খেলবে কোনটাই ঠিক নেই। ফুটওয়ার্ক টলমলে। তার মানে টেকনিকে সমস্যা। আরেকটা বিষয় চোখে পড়ার মতো- মানসিকভাবেও তারা স্থির নয়। আগের ম্যাচের ভুলগুলো পরের ম্যাচে শুধরাচ্ছে না। তার মানে মনোযোগের অভাব। এর মানে মানসিকভাবেও তারা স্ট্যাবল  নেই। আরেকটা বিষয় বেশ ভয়ঙ্কর আমরা মনে হয় স্পিন খেলা ভুলে গেছি। এটাতে মনোযোগ দিতে হবে যতদ্রুত সম্ভব।’ বলাবলি হচ্ছে, প্রধান কোচ হাথুরুসিংহের চলে যাওয়া, নেতৃত্বে পরিবর্তনের আভাস, ক্রিকেটারদের মধ্যে নানা রমকম অভ্যন্তরীণ সমস্যা দলের ওপর প্রভাব ফেলছে, দল হিসেবে গ্যাপ তৈরি করছে। তবে সাবেক প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘মনে হয় না দলের অভ্যন্তরে গ্যাপ আছে। ক্রিকেটীয় সমস্যাটাই বেশি। বোলিংটা ভালো হচ্ছে। কিন্তু দেখেন ব্যাটিংয়েই ধারাবাহিকতা নেই।বললেই চলে। দায়িত্ব নিয়ে কেউ ব্যাট করছে না, বল সিলেকশন যা করছে তা বেশ বাজে। কোন বলে কিভাবে খেলতে হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগছে। উপরের বল কিভাবে মারতে হবে পিছনের বল কিভাবে খেলা উচিত, বা সামনের বল কিভাবে খেলবে কোনটাই ঠিক নেই। ফুটওয়ার্ক টলমলে। তার মানে টেকনিকে সমস্যা। আরেকটা বিষয় চোখে পড়ার মতো- মানসিকভাবেও তারা স্থির নয়। আগের ম্যাচের ভুলগুলো পরের ম্যাচে শুধরাচ্ছে না। তার মানে মনোযোগের অভাব। এর মানে মানসিকভাবেও তারা স্ট্যাবল  নেই। আরেকটা বিষয় বেশ ভয়ঙ্কর আমরা মনে হয় স্পিন খেলা ভুলে গেছি। এটাতে মনোযোগ দিতে হবে যতদ্রুত সম্ভব।’ বলাবলি হচ্ছে, প্রধান কোচ হাথুরুসিংহের চলে যাওয়া, নেতৃত্বে পরিবর্তনের আভাস, ক্রিকেটারদের মধ্যে নানা রমকম অভ্যন্তরীণ সমস্যা দলের ওপর প্রভাব ফেলছে, দল হিসেবে গ্যাপ তৈরি করছে। তবে সাবেক প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘মনে হয় না দলের অভ্যন্তরে গ্যাপ আছে। ক্রিকেটীয় সমস্যাটাই বেশি। বোলিংটা ভালো হচ্ছে। কিন্তু দেখেন ব্যাটিংয়েই ধারাবাহিকতা নেই। হারের কারণটা ব্যাটিংয়ে ব্যর্থতা।’ তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এত টাকা খরচ করে ব্যাটিং কোচ আনছে তারা কি কোন কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। নাকি ক্রিকেটাররাই তাদের কাছ থেকে নিতে পারছেন না? নান্নু বলেন, ‘এটা আমরা ভুলে যাই কোনো কোচই ক্রিকেটারকে পরিপূর্ণ ভাবে দিতে পারবে না। এখানে ক্রিকেটারকে শেখার ক্ষেত্রে মনোযোগী হতে হবে। নিজের আগ্রহ না থাকলে কেউ গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। কারণ, শেখার পর সেটি প্রয়োগ করার দায়িত্ব ক্রিকেটারের। আমার কাছে মনে হচ্ছে ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে ব্যাট করছে না।’

0Shares