প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪
স্পোর্টস ডেস্ক :১২০ রানে ২ উইকেট থেকে ১৪৩ রানে অলআউট! শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এভাবেই হেরেছে বাংলাদেশ। এই হারের পর চারদিক থেকে সমালোচনার মুখে পড়েছে পুরো দল। ম্যাচ শেষে হারের ব্যাখ্যা দিতে গিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘আমরা ফিরে আসবো।’ দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজও সুযোগ দেখছেন সিরিজে ফেরার। আজ বিকাল ৪টায় শারজায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৩ ম্যাচের সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই শান্তর দলের। তবে প্রথম ম্যাচের বিশ্রী হারে দলের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, প্রথম ম্যাচ হারলেও দুটি ম্যাচ বাকি আছে। শারজাহতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হার ৯২ রানের। অথচ ২৩৫ রান তাড়ায় এক পর্যায়ে রান ছিল ২ উইকেট হারিয়ে ১২০। সেখানে থেকে ২৩ রানের মধ্যে ৮ উইকেট হারানোর পর যে কোনো দলের মানসিক অবস্থা বিপর্যস্ত থাকার কথা। তবে মিরাজ জানান দলের চোখ পরের দুই ম্যাচে।
গতকাল মিরাজ বলেন, ‘দেখেন, আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। আমরা প্রথম ম্যাচের চিন্তা না করে… পরের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু পিছিয়ে আছি।’ এই সিরিজের আগে সর্বশেষ চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে ওই সিরিজে ২-১ ব্যবধানে জেতে টাইগাররা। এদিন মিরাজের মুখে ওয়ানডের দুই সিরিজ খেলার মাঝের বড় গ্যাপের কথাও উঠে এলো। মিরাজ বলেন, ‘যেহেতু একটা ম্যাচ খেলেছি এখানে, লম্বা সময় পর ওয়ানডে খেলছি; আপনি দেখেন সাত আট মাস আগে আমরা খেলেছি। সবার ভেতর ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেকদিন পর আমরা ওয়ানডে খেলেছি। প্রস্তুতিটা ওভাবে নিচ্ছি। আশা করি যেহেতু অনেকদিন পর খেলেছি, এই মাঠের একটা ধারণা হয়েছে। সবাই ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে সেটা আমরা প্র্যাক্টিস করছি।’ প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কোনো স্পিনার উইকেট পাননি। অথচ আফগানিস্তানের ১৮ বছর বয়সী স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর একাই নেন ৬ উইকেট। মিরাজ কিপ্টে বোলিংয়ে ১০ ওভারে দেন ৩০ রান। মিডল ওভারে আফগানদের কোনো উইকেটই নিতে পারেননি তিনি আর রিশাদ। এই সুযোগে ১০০ রানের জুটি গড়েন মোহাম্মদ নবী ও হাসমতউল্লাহ শহীদি। এক্ষেত্রে নিজের উপর দায় নিচ্ছেন মিরাজ। তিনি বলেন, ‘আমার কাছে যতটা প্রত্যাশা ছিল, ততটা আমি পূরণ করতে পারিনি এটা আমি মনে করি। যেমন কীরকম, মিডল ওভারে আমি ও রিশাদ দুইটা উইকেট বের করতে পারতাম; তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেত। হয়তো আমি রান কম দিয়েছি। কিন্তু আমার কাছে দল প্রত্যাশা করে উইকেট নেওয়ার জন্য। কারণ আমার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ দলের জন্য। আমি যদি উইকেট নিতে পারি, রান করতে পারি; এটা ম্যাচ জেতার ক্ষেত্রেও অনেক উপকার হয়।’ প্রথম ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজের ও শান্তর ভুল তুলে আনেন মিরাজ। তিনি বলেন, ‘যখন আমি আর শান্ত ব্যাটিং করছিলাম, তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজই মনে হচ্ছিল। আমরা দুজন যেভাবে সেট ছিলাম, আমাদের দুজনের ভেতরে একজনের শেষ করে আসা উচিত ছিল। কিন্তু ২০ ওভারের পর, বলটা যখন একটু সফট হয়ে গেছে, পুরোনো হয়ে গেছে; হঠাৎ করে বল খুব টার্ন শুরু হয়ে যায়। এই উইকেটে যেহেতু আমাদের দুজনের সমস্যা হচ্ছে খেলতে, পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে। কারণ হঠাৎ করে উইকেটটা এত টার্ন করছিল। যে স্লো টার্ন করতেছিল, তারপর স্ট্রেট আসছিল; আপনি প্রেডিক্ট করতে পারবেন না কোনটা সোজা যাবে, কোনটা টার্ন করবে। এটা হঠাৎ করে হয়েছিল। ওই সময়টা আমিও ভুল করেছি, শান্তও।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech