উন্মাদনা রূপ নিয়েছে ক্ষোভে

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

উন্মাদনা রূপ নিয়েছে ক্ষোভে

বিনোদন ডেস্ক :শাকিব খান অভিনীত ‘দরদ’ মুক্তি পাবে ১৫ই নভেম্বর। কিন্তু এ ছবির মুক্তি ঘিরে নাটকীয়তা শুরু হয়েছে। শাকিব ও তার ভক্তদের চরম উন্মাদনা ছিল এ ছবিটি নিয়ে। ঈদের বাইরে দীর্ঘ সময় পর শাকিবের ছবি মুক্তি পেতে যাচ্ছে। সবমিলিয়ে শাকিব ভক্তদের মাঝে উচ্ছ্বাসের পারদ ছিল তুঙ্গে। কিন্তু গত কিছুদিন ধরে সেই উচ্ছ্বাস রূপ নিয়েছে হতাশা ও ক্ষোভে। কারণ মুক্তির আর ৫ দিন বাকি থাকলেও ‘দরদ’র কোনো গান গতকাল বিকাল অব্দি মুক্তি পায়নি। একাধিকবার পরিচালকের তরফে ঘোষণা এলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। তাছাড়া প্রথম দিকে নির্মাতা তুমুল প্রচারণার বুলি আউড়ালেও সেটা আর চোখে পড়েনি। শাকিবও প্রথমদিকে ছবিটির প্রচারণায় অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন শাকিবের বিশাল ফ্যানবেজ। কিন্তু ছবির প্রচারণায় এখন আর তেমন গতির দেখা মিলছে না। সবমিলিয়ে ক’দিন ধরে শাকিব ভক্তদের মাঝে বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে। পরিচালক অনন্য মামুনকে নিয়ে নানা ধরনের নেতিবাচক পোস্টেরও দেখা মিলছে বিভিন্ন সিনেমার ফেসবুক গ্রুপে। শাকিব ভক্তদের একাংশ মনে করছেন, অনন্য মামুন কেবল আশাই দিয়ে গেছেন ছবিটি নিয়ে। কিন্তু প্রচারণার ক্ষেত্রে ব্যাপকভাবে পিছিয়ে গেছেন তিনি। অনন্য মামুনের ‘দরদ’ নিয়ে করা একটি পোস্টে এক শাকিব ভক্ত লিখেছেন, ভাবতে পারিনি আপনি চাপাবাজির লিমিট ছাড়িয়ে যাবেন। অন্য একজন লিখেছেন, রায়হান রাফী থেকে শিখে আসেন প্রমোশন কীভাবে করে। অনেকে ব্যঙ্গ করে লিখেছেন, ছবি মুক্তির ঠিক আগে অনন্য মামুন আর বেঁচে নেই। আবার অনেকে বলেছেন, নাটক কম কর পিও! এ রকম করেই অনন্য মামুনের ফেসবুক পোস্টে নেতিবাচক কমেন্টে ছেয়ে গেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন শাকিব ভক্তদের এই আক্ষেপ প্রভাব পড়তে পারে ‘দরদ’ মুক্তির ক্ষেত্রে। অনেকেই এই ছবিকে বয়কটের ঘোষণাও দিয়ে রেখেছেন। যদিও সেসবের বিপরীতে পরিচালক মামুনের কোনো প্রতিক্রিয়া চোখে পড়েনি। এদিকে শাকিব বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ভারতে নিজের পরবর্তী ছবি ‘বরবাদ’ নিয়ে।

0Shares