সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

ডায়ালসিলেট ডেস্ক :কবরস্থান থেকে আসছিল কান্নার আওয়াজ। সেই আওয়াজ শুনে জড়ো হন বিভিন্ন শ্রেণির মানুষ। সেখানে কবরস্থানে পাওয়া গেলো এক নবজাতককে। ১দিন বয়সী ওই নবজাতক (মেয়ে) জীবিত উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) এমন ঘটনা ঘটে সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামে। নবজাতককে উদ্ধারের পর চাঞ্চল্য শুরু হয় এলাকায়। নবজাতককে দেখতে ভিড় করেন মানুষজন।
জানা যায়, নিজ ঘিলাছড়া গ্রামে কবরস্থানে মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন এক যুবক। হঠাৎ আশপাশে নবজাতকের কান্না শুনে ভীষম খাওয়া হতভম্ব অবস্থা তার। চিৎকারে ছুটে আসেন স্কুলের শিক্ষিকা, শিক্ষার্থী ও মাঠের কাজে যাওয়া লোকজন। সেখানে দেখা যায় কবরের উপরেই চিৎকার করে কান্না করছে ফুটফুটে নবজাতক (মেয়ে)। কিন্তু ভয়ে কেউ সাহস করতে না পারলেও এগিয়ে যান শিক্ষিকা তাহমিনা। পরে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিক্ষিকা তাহমিনা ও স্থানীয়রা।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.রাশেদুল হক বলেন, নবজাতক মেয়েটির ১দিনের। সে ভাল আছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা সমাজসেবা দপ্তরকে জানানো হয়েছে।

এব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেবে বলেন, নবজাতককে হাসপাতালে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপাতত দুই-তিন দিন তার জন্মতাদা, জন্মদাত্রীকে খোঁজে না পেলে উপজেলা শিশু কল্যাণ পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ