প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে মাদক বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে হোসেন ডেকোরেটার্স এন্ড সাজ ঘরের সামনে বাজারের ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাজারের বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি রাত সাড়ে ১১টার দিকে শেষ হয়।
হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মলিক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ সেলিম, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, সাবেক সভাপতি কামাল উদ্দিন খাঁন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা মামুন আহমদ, ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল, ৩নং ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক এম. মামুনুর রশিদ মামুন, কায়স্তগ্রামের সালিশ ব্যক্তিত্ব মুহিত মিয়া, সিলেট জেলা জামায়াত নেতা ইসমাইল হোসেন, হেতিমগঞ্জ গ্রামের দারা মিয়া, ফুলবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদুজ্জামান পাপ্পু, ফুলবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনা মিয়া।
এসময় স্থানীয় ব্যবসায়ীগণসহ হেতিমগঞ্জ বাজার সংশ্লিষ্ট হিলালপুর, রফিপুর, কটারপাড়া, মোল্লাগ্রাম, কায়স্তগ্রাম, উড়ালচি, হেতিমগঞ্জ কোনা ও মাইজভাগ এলাকার মুরব্বিয়ান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার মাদক প্রতিরোধে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি এলাকা ভিত্তিক মাদক বিরোধী টিম গঠনের প্রস্তাব গৃহীত হয়। এ লক্ষ্যে আগামী বুধবার রাত ৮টার দিকে বাজারের মসজিদ মার্কেটের সামনে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় সর্বস্তরের জনতাকে সবান্ধবে উপস্থিতি থাকার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত জনতাকে সাথে নিয়ে বাজারের বিভিন্ন উল্লেখযোগ্য স্পটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েক জন মাদক সেবীকে হাতে নাতে ধরে তাদের উত্তম মাধ্যমসহ শেষ ওয়ার্নিং দেওয়া হয়।
অত্র এলাকায় চিরতরে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সভার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech