প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :ফের অশান্ত হলো ভারতের অঙ্গরাজ্য মণিপুর। এবার কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফের শিবিরে হামলা চালিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারীদের ১১ জন নিহত হয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর দাবি, নিহতেরা সকলেই কুকি বিদ্রোহীদের সদস্য। তাদের ছোড়া গুলিতে সিআরপিএফর এক জওয়ান আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, পুলিশ জানিয়েছে হামলাকারীরা সকলেই কুকি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য।সোমবার দুপুর আড়াইটার দিকে হামলাকারীরা প্রথমে বড়বেকরা মহকুমা সদরের থানায় হামলা চালায়। এর পরে কিছু বাড়িঘর ও দোকানে লুটপাট চালিয়ে জাকুরাডোর করংয়ের রাস্তায় সিআরপিএফের উপর হামলা চালায়। এর পরেই শুরু হয়ে দু’পক্ষের গুলি বিনিময়। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, শনিবার রাতে জিরিবাম জেলায় জাইরাওন নামে এক গ্রামে মেইতেই সশস্ত্র গোষ্ঠী আরাম্বাই টেঙ্গল এবং ইউএনএলএফের যৌথ বাহিনীর হামলায় এক কুকি মহিলা নিহত হয়েছিলেন। রোববার কুকি-জোজনজাতিদের যৌথ মঞ্চ আইটিএলএফের মদতপুষ্ট সদস্যরা এক মেইতেই নারীকে হত্যা করে। পূর্ব ইম্ফল জেলার থামনাপোকপি, ইয়াইঙ্গাংপোকপি, সাবুংখোক এবং সানসাবিসহ বিভিন্ন এলাকায় মেশিনগান, রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিয়ে হামলা চলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপর। সোমবারও বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় সংঘর্ষের খবর এসেছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech