প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :মৃত্যুকূপ গাজা। একবিংশ শতাব্দীতে এসে বিশ্ব জনমানুষের সামনে ক্ষুধায়, একতরফা বোমার আঘাতে সেখানে মরছে অসহায় গাজাবাসী। যোদ্ধাগোষ্ঠী হামাসকে নির্মূলের নামে পুরো একটি জনপদকে, একটি ভূখণ্ডকে মাটিতে মিশিয়ে দিচ্ছে ‘দাজ্জালের’ মতো ইসরাইল। কোনো কিছুতেই থামছে না তারা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং আটটি মানবাধিকার বিষয়ক গ্রুপ বলেছে, গাজায় বুভুক্ষু মানুষের জন্য ত্রাণ পৌঁছে দেয়ার ক্ষেত্রে যথেষ্ট করছে না ইসরাইল। ওইসব সংস্থা এবং গ্রুপ বলেছে, গাজায় দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই উদ্বেগ তুলে ধরা হয়েছে। কিন্তু সেখানে উপস্থিত ইসরাইলি দূত সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অক্সফাম, সেভ দ্য চিলড্রেন সহ ওই ৮টি সংগঠন বলেছেন, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় এখন গাজার মানবাধিকার পরিস্থিতি। মঙ্গলবার গাজায় প্রতিদিন ‘নিষ্ঠুর বর্বরতা’র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা লুইস ওয়াটারিজ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech