মুনতাহা হত্যা মামলার আসামির মৃত্যুর খবর ‘গুজব’

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

মুনতাহা হত্যা মামলার আসামির মৃত্যুর খবর ‘গুজব’

ডায়ালসিলেট ডেস্ক :সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪নভেম্বর) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে স্ট্যাটাস দিয়ে মুনতাহা হত্যা মামলার আসামী কুতুবজান বিবি মারা গেছেন বলে প্রচার করা হচ্ছে। প্রকৃত পক্ষে কুতুবজান বিবি ওই মামলার আসামি নন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো.সম্রাট তালকুদার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার পর হতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে কানাইঘাটের আলোচিত মুনতাহা হত্যার ১ নম্বর আসামী কুতুবজান বিবি ইন্তেকাল করেছে। কিন্তু প্রকৃত  ঘটনা হচ্ছে কুতুবজান বিবি ওই মামলার কোন আসামী নয়। মূলত তিনি ওই মামলার গ্রেফতারকৃত আসামী আলিফজানের মা।
কুতুবজান বিবি ৮৫ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারণে অদ্য সকাল ১০টার দিকে কানাইঘাটের চাউরা গ্রামে মৃত আকবর আলীর ছেলে ও তার আপন ছোট ভাই অলিউর রহমান বাড়ীতে ইন্তেকাল করেছেন।
পুলিশ আরও জানায়, আলোচিত এই মামলার সকল গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে  কানাইঘাট থানা হাজতে আছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ