প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
বুধবার দুপুরে থানার এসআই সজলসহ একদল পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
আব্দুস সামাদ উপজেলার সাবেক কমান্ডার ও পৌর শহরের হাতুন্ডা বিলপাড় এলাকার মৃত আব্দুল বারিকের পুত্র। এছাড়াও একই মামলায় আসাদুল ইসলাম মোহন নামে আরেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ফুলপুর গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম।
এর আগে ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক মো. নাসির উদ্দিন প্রাক্তন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। সালেক মিয়া এ মামলার এজাহারনামীয় আসামি।
চুনারুঘাট থানার এসআই লিটন রায় জানান, নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় ব্যারিস্টার সুমনসহ মোট ৮ আসামি গ্রেফতার হলেন। মামলায় চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র, ৬ জন ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ মামলায় আসামি করা হয়।
বাদীর অভিযোগ, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকাল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ওপর তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণি পেশার অসংখ্য মানুষ আহত হন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech