রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে কঠোর হবে ট্রাম্প প্রশাসন

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে কঠোর হবে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে কঠোর হবে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে তার প্রশাসন। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

এতে বলা হয়, ফ্লোরিডার মার এ লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যের সহিংসতা বন্ধেও কাজ করতে যাচ্ছি। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের জন্য কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি। কেননা এই যুদ্ধ থামাতে হবে। রাশিয়া-ইউক্রেন উভয়কেই থামতে হবে বলেও কড়া বার্তা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, আমি আজ একটি প্রতিবেদন দেখেছি, যেখানে গত তিন দিনে কয়েক হাজার মানুষের মৃত্যুর তথ্য দেয়া হয়েছে। হাজার হাজার মানুষ মারা পড়ছেন। যাদের বেশির ভাগই সামরিক সেনা। যাইহোক যুদ্ধে সৈনিক বা শহরের সাধারণ মানুষ মারা পড়ুক আমরা সবার জন্যই কাজ করতে চাই।

গত সপ্তাহে নির্বাচনে ভূমিধ্বস জয়ের পর ট্রাম্প বলেন, আমেরিকার জনগণ খুব আশ্চর্যজনক এবং বিশাল কিছু দিয়েছে। গত ১২৯ বছরের রেকর্ড ভেঙে হোয়াইট হাউসে একবার বিরতি দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ সাতটি অঙ্গরাজ্যে বিশাল জয় পেয়েছেন ট্রাম্প। যা মার্কিন নির্বাচনী ইতিহাসে বিরল ঘটনা। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বিশ্বে চলমান যুদ্ধ নিরসনের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

0Shares