থাইল্যান্ডে ৭০ রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী আটক

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

থাইল্যান্ডে ৭০ রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী আটক

আন্তর্জাতিক ডেস্ক :থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপ থেকে ৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদের দাবি এসব অভিবাসীরা মিয়ানমার থেকে পালিয়ে সমুদ্র পথে থাইল্যান্ডে প্রবেশের চেষ্টা করেছে। ৩০ শিশুসহ মোট ৭০ জন রোহিঙ্গা অভিবাসী শনিবার ফাং এনগা প্রদেশের উপকূলে পৌঁছায় । এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বহিরাগত হিসেবে চিহ্নিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে অমানবিক নির্যাতনের শিকার। মূলত এ কারণেই তারা মিয়ানমার থেকে পালিয়ে আশপাশের অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে। ইতিমধ্যেই বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ফাং এনগা প্রদেশের পুলিশের কমান্ডার সোমকানে ফোথিসরি রয়টার্সকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিবাসীরা স্বীকার করেছেন যে তারা মুসলিম। তবে রোহিঙ্গা কি না এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রতি বছর সমুদ্র পথে মিয়ানমার থেকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পারি জমানোর চেষ্টা করে রোহিঙ্গারা। বছরের পর বছর ধরে জাতিগত নির্যাতনের শিকার এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা করছেন। মিয়ানমারে তাদের অবৈধ হিসেবে গণ্য করায় তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন। এক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে উপকূল অঞ্চলগুলোতে আশ্রয় নেয়ার চেষ্টা করেন রোহিঙ্গারা। ছোট ছোট কাঠের নৌকা ব্যবহার করে সমুদ্র পারি দিয়ে বিভিন্ন দেশের উপকূলে অভিবাসীদের বহর। বিশেষজ্ঞরা বলছেন এভাবে সমুদ্র পথ পারি দেয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বছরের অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত রোহিঙ্গাদের সমুদ্র পারি দেওয়ার প্রবণতা বেড়ে যায়। কেননা এসময় সমুদ্র তুলনামূলক অন্যান্য সময়ের চেয়ে বেশ শান্ত থাকে। প্রদেশটির গভর্নর সুপোজ রদ্রুং না নংখাই রয়াটার্সকে বলেছেন, আটক হওয়া অভিবাসীরা রোহিঙ্গা কি না এখনও তা পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারেনি তারা। এ বিষয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে থাই পুলিশ।

0Shares