প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত অনুপ্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ন থেকে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার শিবনগর উপজেলার কৃষ্ণধন দাসের ছেলে কামদেব দাস (৪৫), হবিগঞ্জের লাখাই উপজেলার মনিন্দ দাসের মেয়ে মায়া রাণী দাস (৪৫), তাদের মেয়ে মনিকা রাণী দাস (১৯), হবিগঞ্জ সদর উপজেলার রমেশ দাসের মেয়ে স্বপ্ন রাণী দাস (৩০) ও কিশোরগঞ্জের গৌরাঙ্গ দাসের ছেলে সুকেন দাস (১৯)।
বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, আটক পাঁচজন ভারতের আগরতলায় কাজের জন্য যাচ্ছিলেন। মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকা দিয়ে পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি-২৫ ব্যাটালিয়নের একটি দল বাংলাদেশের ১০ গজ অভ্যন্তর থেকে তাদের আটক করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech