আন্তর্জাতিক আদালতের পরোয়ানা আমাকে রুখতে পারবে না: নেতানিয়াহু

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

আন্তর্জাতিক আদালতের পরোয়ানা আমাকে রুখতে পারবে না: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক :গাজা যুদ্ধ পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আশঙ্কা তৈরি হয়েছে তার গ্রেপ্তারি নিয়ে। এই পরিস্থিতিতে মুখ খুললেন তিনি। বললেন, এই পরোয়ানা তাকে ইসরায়েলকে রক্ষা করা থেকে রুখতে পারবে না। নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল-বিরোধী কোনো সিদ্ধান্ত আমাদেরকে বাধা দিতে পারবে না, আমরা আমাদের দেশকে সব উপায়ে রক্ষা করবো। আমরা চাপের কাছে নতি স্বীকার করব না।’

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে  ‘যুদ্ধাপরাধ’ এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’-এর দায়ে অভিযুক্ত করা হয়েছে। তিনি আদালতের সিদ্ধান্তকে ‘জাতির ইতিহাসে একটি অন্ধকার দিন’ বলে বর্ণনা করেছেন। নেতানিয়াহু  বলেছেন, ‘দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত, যা মানবতা রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, আজ মানবতার শত্রুতে পরিণত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন’। হামাসের হামলার পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় যুদ্ধ করছে। হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে এর প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলের হাতে গাজায় ৪৪,০৫৬ জন মানুষের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক। জাতিসংঘের সংস্থাগুলো খাদ্য ও ওষুধের অভাবের কারণে সম্ভাব্য দুর্ভিক্ষসহ গাজায় মারাত্মক মানবিক সংকটের বিষয়ে সতর্ক করেছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ