নাম থেকে ‘বচ্চন’ বাদ দিলেন ঐশ্বরিয়া, তাহলে কি বিচ্ছেদ চূড়ান্ত

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: কিছুতেই যেন চর্চার বাইরে থাকতে পারছেন না বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। যে চর্চা নতুন করে তুঙ্গে উঠেছিল অনন্ত–রাধিকার বিয়েতে। সেখানে দুই ভাগে হাজির হয়েছিল বচ্চন পরিবার। এর মধ্যে ঐশ্বরিয়া শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে পোজ দিয়েছিলেন আলোকচিত্রীদের সামনে। সেখান থেকে যে বিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল, সেটা এখন আরও জোরালো হয়ে উঠেছে। এই দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনার অন্ত নেই। তবে তাঁরা এ নিয়ে মুখ খোলেননি কেউই। কিছু ইঙ্গিতেই স্পষ্ট হচ্ছে এই সম্পর্কের ওঠাপড়া। এবার সেই আগুনে ঘি ঢাললেন ঐশ্বরিয়া নিজেই। নিজের নামের পাশ থেকে মুছে ফেললেন বচ্চন পরিবারের উপাধি।

 

সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বরিয়া। সেখানে পরিচিতি অংশে নিজের নামের পাশ থেকে মুছে দেন ‘বচ্চন’ পদবি। বিশ্বের কাছে নতুন করে শুধু ঐশ্বরিয়া রাই নামেই পরিচয় দিলেন। তাতেই শুরু হয়েছে জল্পনাকল্পনা। অনেকে বলছেন, তাহলে কি ভেঙেই যাচ্ছে এই জুটির ১৭ বছরের দাম্পত্য?

 

সেই অনুষ্ঠানে রুপালি কাজ করা নীল গাউনে আলো ছড়িয়েছেন অভিনেত্রী। খোলা চুলে উঠেছেন মঞ্চে। অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পেছনে থাকা স্ক্রিনে ফুটে ওঠে তাঁর নাম ঐশ্বরিয়া রাই, আন্তর্জাতিক তারকা। বিয়ের পর থেকে সরকারিভাবেই নামের পাশে ‘বচ্চন’ পদবি ব্যবহার করতেন ঐশ্বরিয়া। সেই পরিচিতিতে পরিবর্তন আসায় নতুন করে ভক্তদের মনে সন্দেহের উদ্রেক। প্রশ্ন উঠেছে, অভিষেকের সঙ্গে কি তাহলে বিচ্ছেদ পাকাপাকি হয়েই গেল নায়িকার।

 

আগে যখন তাঁকে শুধু ঐশ্বরিয়া রাই বলে সম্বোধন করা হতো, তখন ভুল ধরিয়ে নিজের বচ্চন পদবি তুলে ধরতেন। এবার চোখের সামনে নিজের বিয়ের আগের পদবি পর্দায় ফুটে উঠতে দেখেও কোনো আপত্তি নেই সাবেক এই বিশ্বসুন্দরীর।
সম্প্রতি মেয়ে আরাধ্যার জন্মদিনেও শুভেচ্ছা জানায়নি বচ্চন পরিবারের কেউ।

 

পাশাপাশি অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের খবরও দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় আলোচনা–সমালোচনারও শেষ নেই। যদিও অভিষেক নিজেকে সব সময় বিবাহিতই বলে এসেছেন। তবে নীরব ছিলেন অভিনেত্রী। এবার বচ্চন উপাধি ফেলে বিবাহবিচ্ছেদের ইঙ্গিতই দিলেন ঐশ্বরিয়া?

0Shares