৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২শে ডিসেম্বর

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একাংশের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ২২শে ডিসেম্বর থেকে কারিগরি ও পেশাগত ক্যাডারের পদগুলোর প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে আগে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়েছে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, শুরুতে কারিগরি ও পেশাগত ক্যাডারের পদগুলোর মৌখিক পরীক্ষা নেয়া হবে। এ বিষয়ে পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা পরে জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ২০২১ সালে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। বেশ কিছু শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার পর গত ১৮ নভেম্বর তা বাতিল করা হয়। মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৮ মে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫শে আগস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়। ৩ হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েছিলেন। এতে মোট ১১ হাজার ৭৩২ জনের অংশ নেয়ার কথা ছিল।

0Shares