প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
বিনোদন ডেস্ক:২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড৷ চলছে শেষ মুহূর্তে যাচাই-বাছাইয়ের কাজ৷ সারা বিশ্ব থেকে প্রায় ৮৯ গান ও ১৪৬টি আবহসংগীতকে তালিকায় রাখা হয়েছে। সেখানেই জায়গা করে নিয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া একটি গান। সেই সঙ্গে এই প্রথম অস্কারের দৌড়ে শামিল হলেন এক বাঙালি গায়িকা।
ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এ তার গাওয়া ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে অস্কারের নমিনেশনের তালিকায়। তবে পুরস্কার দেওয়ার আগে চলবে চুলচেরা বিশ্লেষণ৷ প্রতিযোগীরাও কম দাপুটে নয়৷ লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের টক্কর দিয়ে অস্কারের পুরস্কার জিততে হবে ইমনকে।কান ফেস্টিভ্যালে জায়গা করে নেওয়া ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ছবি ‘পুতুল’-এর গান ‘ইতি মা’৷ চলতি বছর শিশু দিবসেই মুক্তি পাওয়া গানটি যে বিশ্বদরবারে সাড়া ফেলবে, তা ভাবতে পারেননি খোদ এই গানের শিল্পী ইমন চক্রবর্তীও৷ মঙ্গলবার হঠাৎ করেই এলো খবর৷
ন্যান্য দিনের মতো সকাল থেকেই ব্যস্ত ছিলেন গায়িকা। রিয়্যালিটি শো সারেগামাপার বিচারক পদে রয়েছেন ইমন৷ সকাল থেকেই শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি৷ তারই মাঝে অস্কার নমিনেশনের খবর পেয়ে হতবাক খোদ ইমন৷ রিয়্যালিটি শোর সতীর্থদের সঙ্গে খবর শেয়ার করে নেওয়ার পর ফোন করেন স্বামী নীলাঞ্চনকে৷ এই খবরের ঘোর কাটিয়ে বেশ কিছু সময় লেগে যায় গায়িকার৷
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech